১৫ মে প্রতিবন্ধীদের মহাসম্মেলন

প্রতিবন্ধীদের মহাসম্মেলন আগামি ১৫ মে শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক’ দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন উপলক্ষে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এসময় তিনি বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতি বিশ্বের মনোযোগ ও দৃষ্টি আকর্ষণ এবং বিশ্ববাসীকে প্রতিবন্ধীকে সহায়তায় ঐক্যবদ্ধ করার জন্য এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সম্মেলন এমন ভাবে সফল করতে হবে যেন প্রতিবন্ধীদের বাবা-মা মনে করেন সরকার তাদের জন্য চিন্তা করে।

এর আগে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামালসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট এনজিও-আইএনজিও’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রাথমিকভাবে মন্ত্রী পর্যায়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য,  এর আগে, ২০১৫ সালের নভেম্বরে বাংলাদেশে প্রথম এ আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার প্রতিনিধি এ সম্মেলনে যোগ দেবেন বলেও আশা প্রকাশ করেন ত্রাণমন্ত্রী।

আজকের বাজার/আরজেড