আগ্নেয়াস্ত্রের জন্য নতুন আইন পাস

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আগ্নেয়াস্ত্র কেনার বয়স ১৮ থেকে ২১ করে আইন পাস করেছে রাজ্যের আইনসভা। নতুন এই আইনে আগ্নেয়াস্ত্র কিনতে একজন ক্রেতাকে অন্তত ৩ দিন অপেক্ষা করতে হবে। বর্তমানে আইনটি রাজ্য গভর্নরের অনুমোদনের অপেক্ষায় আছে।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, তবে গভর্নর অনুমতি না দিলেও, ১৫ দিন পর আপনা আপনিই আইনটি কার্যকর হয়ে যাবে। যদিও এ আইনে অ্যাসল্ট রাইফেল বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপে শিক্ষার্থীদের যে দাবি ছিল তা পূরণ করা হয়নি।

এর আগে গত ১৪ই ফেব্রুয়ারি ফ্লোরিডার পার্কল্যান্ডের মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে সাবেক এক শিক্ষার্থীর বন্দুক হামলায় ১৭ জন নিহত হয়। এরপরই জোরদার দাবি ওঠে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আইন করার।

আজকেরবাজার/এসকে