আগ্রাসী ড্রোন রুখে দিল সিরিয়া

ভূমধ্যসাগরের উপকূলবর্তী জাবলে শহরে হামলা চালাতে আসা একটি ড্রোনকে রুখে দিয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট।
অপরিচিত এ ড্রোনটি হেমেইমিম বিমানবন্দরের রুশ ঘাঁটিতে হামলার ব্যর্থ চেষ্টা চালায়।

কোনো গোষ্ঠী এ ড্রোন পাঠানোর দায়িত্ব স্বীকার করেনি। তবে সাম্প্রতিককালে সরকারবিরোধী উগ্র গোষ্ঠীগুলো হামলার ব্যর্থ চেষ্টা চালিয়েছে। এছাড়া, ইহুদিবাদী ইসরাইলও মাঝেমধ্যেই সিরিয়ার অভ্যন্তরে হামলা চালায়, বিশেষ করে সেসব জায়গায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র যোদ্ধারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেসব জায়গায় ইসরাইল হামলা চালিয়ে থাকে।

গত কয়েক বছর ধরে রাশিয়ার সামরিক বাহিনী হেমেইমিম বিমান ঘাঁটিতে শত্রুদের বহু ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। রাশিয়ার সেনাদের প্রতিরোধে কয়েক ডজন ড্রোন এবং রকেট লাঞ্চার ধ্বংস হয়েছে।

২০১১ সাল থেকে সিরিয়া বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের থাবায় ক্ষতবিক্ষত হচ্ছে। ২০১৫ সাল থেকে রাশিয়ার সেনারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুরোধে সিরিয়ার উগ্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে।