আজও নিম্নমূখী প্রবনতায় চলছে লেনদেন

আজ সপ্তাহের শেষ দিনের লেনদেনে দিনের শুরু থেকেই নিম্নমূখী প্রবনতায় চলছে দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন। সেইসাথে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানেরও দর হারিয়েছে।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, আজ বেলা ১২ টা ৪৫ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ২৩ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৪২৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৪ পয়েন্টে। ডিএস৩০ ইনডেক্স প্রায় ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৮ পয়েন্টে। আর এসময় মোট লেনদেন হওয়া ৩৩৭ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০ টির, দর কমেছে ১৮৫ টির, আর অপরিবর্তিত রয়েছে ৭২ টির।আর মোট লেনদেন ছাড়ায় ১৮২ কোটি ৬৭ লাখ টাকা।

অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ৬ কোটি ২৮ টাকা। সিএসইর সার্বিক মূল্যসূচক (সিএএসপিআই) বা অল শেয়ার প্রাইস ইনডেক্স ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬৬৯ পয়েন্টে। লেনদেন হওয়া ১৮৫ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১১৪ টির, দর বেড়েছে ৪০ টির আর অপরিবর্তিত অবস্থায় রয়েছে ৩১ টির দর।

আজকের বাজার/মিথিলা