শাহ আমানত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ

চট্টগ্রাম উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মোরা’র ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আজ ৩০ মে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সব ধরনের বিমান ওঠানামা বন্ধ থাকবে।

এয়ারপোর্ট ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুল কবির এ তথ্য জানিয়ে বলেন, সোমবার রাত ১১টার পর আর কোনো ফ্লাইট ওঠানামা করেনি। সরিয়ে নেওয়া হচ্ছে সকল যন্ত্রপাতি এবং মালামাল। তবে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠানিকভাবে বিমান বন্দরের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে আন্তর্জাতিক লোকাল কোন ফ্লাইট ওঠা নামা করবে না। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে রাতেই বিমানবন্দরের সকল ইক্যুপমেন্ট সরিয়ে নিয়েছি।

উইং কমান্ডার রিয়াজুল কবির জানান, রাতে আবহাওয়া অধিদফতর ১০ নম্বর মহাবিপদ সংকেত জারির পর জরুরি সভা ডেকে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

তিনি জানান, যদি এ দুর্যোগ কেটে যায় এবং বড় ধরনের আঘাত না হানে তাহলে মঙ্গলবার বেলা ২টার পর থেকে ফের বিমানবন্দরের কার্যক্রম চালু করা হবে।

আজকের বাজার:এলকে/এলকে/৩০ মে ২০১৭