আজ ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত

সাত দিনের সফরে আজ বাংলাদেশ আসছেন মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াং লি। দুপুরে তিনি এসে পৌঁছাতে পারেন বলে জাতিসংঘ মিশন সূত্র জানিয়েছে। তিনি ঢাকায় অবস্থান না করে সরাসরি কক্সবাজারেও যেতে পারেন।

গত বছরের ফেব্রুয়ারির পর এক বছরের মধ্যে এটি ঢাকায় তাঁর দ্বিতীয় সফর।

এর আগে জেনেভায় জাতিসংঘ মিশন থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছিল, মিয়ানমারের প্রতিবেশী দুই দেশে লি’র ১১ দিনব্যাপী সফর শুরু হয়েছে গত ১৪ জানুয়ারি। সফর শেষ হবে ২৪ জানুয়ারি।

প্রথমে থাইল্যান্ড দিয়ে যাত্রা শুরু করা ইয়াং লি আজ ঢাকা পৌঁছাবেন। বাংলাদেশে আসার পর এখানকার শরণার্থী শিবিরগুলোতেও যাবেন তিনি। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ এ দূতের সফর পরিকল্পনায় নোয়াখালীর ভাসানচরেও যাওয়ার কথা রয়েছে। এ দ্বীপটিতে রোহিঙ্গাদের সরিয়ে নেওয়ার কথা ভাবছে বাংলাদেশ সরকার।

এদিকে মানবাধিকার বিশেষজ্ঞ লি’কে অসহযোগিতার ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত বহাল রেখেছে মিয়ানমার। অর্থাৎ মিয়ানমারে প্রবেশ করতে পারবেন না জাতিসংঘের এ দূত। তবে তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন লি।

আজকের বাজার/এমএইচ