আদালতে পৌঁছেছেন খালেদা জিয়া

Khaleda Zia
খালেদা জিয়াকে ডিভিশন দেয়া হয়েছে

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় শুনতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান তিনি।

মামলার রায় ঘোষণা করবেন ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান। মামলাটির প্রধান আসামি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

এর আগে, বেলা সোয়া ১১টা ৪৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে আদালতের উদ্দেশে রওনা দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এসময় তার সঙ্গে ছিলেন চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) সদস্যরা। তবে খালেদা জিয়ার নিরাপত্তার স্বার্থে সিএসএফ সদস্যদের হাতে সার্বক্ষণিক বৈধ অস্ত্র থাকলেও আজ তাদের নিরস্ত্র অবস্থায় যাওয়ার নির্দেশনা দেয় পুলিশ।

আজকের বাজার : আরএম/৮ ফেব্রুয়ারি ২০১৮