আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সারাহ টেইলর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিয়েছেন বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড নারী দলের উইকেটরক্ষক সারাহ টেইলর।
ইংল্যান্ডের জার্সি গায়ে সব ধরনের ফর্মেটে টেইলর ২২৬টি ম্যাচে সর্বমোট ৬৫৩৩ রান সংগ্রহ করেছে যা তাকে ইংলিশদের হয়ে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে দিয়েছে। বিশ্ব নারী ক্রিকেটে অন্যতম সেরা উইকেটরক্ষক হিসেবে সারাহকে সবসময়ই বিবেচনা করা হয়।
২০১৭ সালে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের গর্বিত সদস্য ছিলেন ৩০ বছর বয়সী সারাহ। সম্প্রতী এ্যাশেজ সিরিজের মাঝামাঝিতে তিনি দল থেকে নাম প্রত্যাহার করে নেন। মানসিকভাবে কিছুটা অবসাদগ্রস্থ হওয়ায় সম্প্রতী বেশ কয়েকটি সিরিজেও তিনি খেলেননি।
২০০৬ সালে আন্তর্জাতিক অঙ্গনে অভিষিক্ত টেইলর বিদায় বেলায় বলেছেন, ‘এটা আমার জন্য সত্যিই একটি কঠিন সিদ্ধান্ত ছিল। তবে আমি জানি মানসিক ও শারীরিক উভয় দিক থেকেই সিদ্ধান্তটা সঠিক। এই মুহূর্তে অতীত ও বর্তমান সতীর্থদের সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে চাই। একইসাথে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড, আমার সমর্থক ও পরিবার-বন্ধু সকলকেই এই পুরো যাত্রায় আমাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। ইংল্যান্ডের জার্সি গায়ে এত দীর্ঘ সময় খেলাটা স্বপ্ন সত্যিই হবার মতই ঘটনা। পুরো ক্যারিয়ারে অনেকগুলো দারুণ মুহূর্ত এসেছে যা সত্যিই স্মরণীয়।’
ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নারী ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক ক্লেয়ার কনর টেইলরের প্রতি শুভকামনা জানিয়ে বলেছেন, ‘তরুণদের জন্য সারাহ একটি অনুপ্রেরণার নাম। দেশের হয়ে গত ১৩ বছরে সারাহ যেভাবে নিজেকে প্রমাণ করে গেছেন তা উদাহরণ হয়ে থাকবে।’