আফগানিস্তানে তালেবান হামলায় ৩০ সেনা নিহত

যুদ্ধবিরতি লঙ্ঘন করে আফগান নিরাপত্তা বাহিনীর সেনা চৌকিতে হামলা চালিয়ে অন্তত ৩০ জনকে হত্যা করেছে তালেবানরা।

স্থানিয় সময় বুধবার আফগানিস্তানের বাদগিস প্রদেশে এ হামলা চালায় জঙ্গিগোষ্ঠী।। খবর আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদন বলা হয়, ঈদ উপলক্ষে তালেবানের বিরুদ্ধে ১০ দিনের জন্য যুদ্ধবিরতি নির্দেশ দিয়েছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তবে তালেবানের মুখপাত্র যুদ্ধবিরতির মেয়াদ তিন দিন দাবি করেন। এ মেয়াদে গত রোববার যুদ্ধ বিরতির ইতি টেনে পুনরায় হামলা চালায় তারা।

একই দিন এক বিবৃতিতে তালেবানরা মার্কিন বাহিনীর সঙ্গে শান্তির আলোচনার পূর্বশর্ত হিসেবে অন্য সামরিক ফোর্সের আফগানিস্তান ত্যাগ করার দাবি জানান।

এ পরিস্থিতির মধ্যে দেশটির পূর্বাঞ্চলীয় নানগরহর প্রদেশে পর পর দুই দিন আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গত শনিবার রোববারের ওই হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। হতাহতদের মধ্যে বেসামরিক লোকজনের পাশাপাশি সরকারি সেনা ও তালেবানের যোদ্ধাও রয়েছে।

প্রসঙ্গত ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর তালেবানরা পশ্চিমা সমর্থিত আফগান সরকারের বিরুদ্ধে একটি রক্তাক্ত সশস্ত্র বিদ্রোহের সৃষ্টি করে।

আজকের বাজার/এমএইচ