আফগানিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত ৮

আফগানিস্তানের জালালাবাদের ফুটবল স্টেডিয়ামে খেলা চলাকালীন বোমা বিস্ফোরণ হলে আটজন নিহত হয়।এঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন।

শুক্রবার (১৮ মে) রাতে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এখবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় কাউন্সিলের এক সদস্য সোহরাব কাদেরি জানান, বিস্ফোরণ দুটি ঘটে একটি ফুটবল খেলার মাঠে। সেখানে পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল।

সোহরাব জানান, দুটি রকেট স্টেডিয়ামে বিস্ফোরিত হয়। এতে ৬ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। কিন্তু হতাহতের সংখ্যা নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

নাঙ্গারহার প্রাদেশিক সরকারের এক মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানান, পরপর তিনটি বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩ জন।

তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কোনও জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি।

নঙ্গরহার প্রদেশটি পাকিস্তান সীমান্তে অবস্থিত। গত সপ্তাহে জালালাবাদে আইএস এর বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত হয়।

আরজেড/