আবারো নিম্নমূখী বাজার

আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনের শুরু থেকেই সূচকের পতন দেখা যায় দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। টানা তিন দিন ঊর্ধমূখী লেনদেনের পর আজ আবারো বাজারে দরপতন হয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। সেই সাথে গত দিনের চেয়ে কমে গেছে মোট লেনদেনের পরিমানও। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেনে ছাড়িয়েছে ৪৬৭ কোটি ৩৪ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই’র প্রধান ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৪২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৩৩ পয়েন্টে এবং ডিএস৩০ ইনডেক্স ২০ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ৮৮১ পয়েন্টে। আজ ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭ শতাংশ বা ৬০টির, কমেছে ৭৫ শতাংশ বা ২৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮ শতাংশ বা ২৭টির।

ডিএসইতে আজ গত কার্যদিবস থেকে ৬৮ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৫৩৫ কোটি ৯৫ লাখ ৯৩ হাজার টাকা।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসই অল শেয়ার প্রাইস ইনডেক্স ১২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৩৭৯ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

 

আজকের বাজার/মিথিলা