আবারো সাফটায় সিনেমা বিনিময়

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্যিক চুক্তি ‘সাফটা’র আওতায় আবারো সিনেমা আমদানি-রফতানি হচ্ছে। বাংলাদেশি ‘পুড়ে যায় মন’ এর বিনিময়ে আসছে কলকাতার ‘জিও পাগলা’।

‘জিও পাগলা’ বাংলাদেশে আমদানি করছে খান এন্টারপ্রাইজ। সিনেমাটির ইতোমধ্যে সেন্সর শো হয়েছে বলে জানিয়েছেন বোর্ড সচিব মুন্সী জালাল উদ্দিন।

অপূর্ব রানা পরিচালিত ‘পুড়ে যায় মন’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমণি ও সাইমন। আরো অভিনয় করেছেন মিজু আহমেদ, আলীরাজ, রেবেকা, মনিরা মিঠু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে সনি মুভিজ।

অন্যদিকে রবি কিনাগি পরিচালিত ‘জিও পাগলা’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, হিরণ চ্যাটার্জি, বনি সেনগুপ্ত, শ্রাবন্তী, পায়েল সরকার। সিনেমাটি প্রযোজনা করেছে সুরিন্দার ফিল্মস। দুটি সিনেমাই দুই দেশে গত বছর মুক্তি পেয়েছিল।

আজকের বাজার: সালি / ০১ জানুয়ারি ২০১৮