নওগাঁয় কবি নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন

জেলায় গতকাল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী  উদযাপন করা হয়েছে । এ উপলক্ষে জেলা প্রশাসন আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
শনিবার সন্ধ্যায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: গোলাম মাওলা।
অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন নওগাঁর ফয়েজ উদ্দিন কলেজের অধ্যক্ষ ড. মোঃ আইয়ুব আলী।
কবির জীবন ও সাহিত্য কর্ম তুলে ধরে আলোচনা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান এবং অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক আতাউল হক সিদ্দিকী।
পরে জেলা শিল্পকলা একাডেমি’র নেতৃত্বে শিল্পকলা একাডেমি র শিক্ষার্থী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী কলা কূশলীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। (বাসস)