আমরা এখন নিরামিষ আন্দোলন করছি: খন্দকার মোশারফ

বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে শুধু আইনি লড়াই দিয়ে  হবে না। আন্দোলন করতে হবে।আমরা এখন নিরামিষ আন্দোলন করছি ।

বৃহস্প‌তিবার (১০ মে ) জাতীয় প্রেসক্লা‌বে খালেদা জিয়ার মুক্তির দাবিতে খালেদা জিয়া মুক্তি পরিষদ ও গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের আয়োজনে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

মোশারফ হোসেন বলেন, একটি মিথ্যা ও সাজানো মামলায় খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতের ঘাড়ে বন্দুক রেখে খা‌লেদার তিন মাস জামিন আটকে রাখা হয়েছে।

‌বিএন‌পির এ নেতা ব‌লেন, নির্যাতন সহ্য করতে করতে মানুষের যখন আর সহ্যর ক্ষমতা থাকে না, দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন যে ধরনের প্রতিক্রিয়া দরকার সেটা দেখাতে বাধ্য হয়।

তি‌নি ব‌লেন, শেখ হাসিনাকে দিয়ে খালেদা জিয়াকে মাইনাস করার চেষ্টা চালানো হচ্ছে। যদি শেখ হাসিনার মাধ্যমে খালেদা জিয়াকে মাইনাসের পরিকল্পনা বাস্তবায়ন হয়ে যায়, ত‌বে দে‌শে গণতন্ত্র থাক‌বে না।

‌মোশারফ ব‌লেন, বেগম খালেদা জিয়া কারাগারে থাকবে আর একাদশ নির্বাচন হবে এটা সম্ভব না। যারা মনে করে বিএনপি গণজাগরণ সৃষ্টি করতে পারবে না। তাদের বলতে চাই ছাত্ররা যেভাবে আন্দোলন করেছে, মাত্র তিনদিনে গণজোয়ার তৈরি হয়েছে। তিনদিন আগে সাংবাদিকসহ গোয়েন্দারাও বুঝতে পারেনি কি প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টি হ‌তে যা‌চ্ছে।

তি‌নি ব‌লেন, সময় আসছে একই ধরনের গণজাগরণ সৃষ্টি হবে। সেটা কোন নোটিশ দিয়ে আসবে না। তাই বল‌ছি দে‌শে গণতন্ত্র নি‌য়ে আসুন সুষ্ঠু বিচার ব্যবস্থা নি‌শ্চিত ক‌রে বেগম খা‌লেদা জিয়াকে মু‌ক্তি দিন তা নাহ‌লে গণ‌জোয়া‌রে ভে‌সে যা‌বেন।

খালেদা জিয়া মুক্তি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।

আরজেড/