আমান কটনের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা কটন ফাইবার্স ২০১৭-২০১৮ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,১৮) কোম্পানিটির আইপিওর আগে ইপিএস হয়েছে ৭৬ পয়সা। আর আইপিওর পরে হয়েছে ৬০ পয়সা।
একই সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছে ৬ কোটি ৯ লাখ টাকা।
এদিকে ৯ মাসে (জুলাই,১৭-মার্চ,১৮) কোম্পানিটির আইপিওর আগে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৪ পয়সা । আইপিওর পরে ইপিএস হয়েছে ১ টাকা ৯৩ পয়সা।
এই সময় কোম্পানিটির মুনাফা হয়েছে ১৯ কোটি ৫১ লাখ টাকা।
৩১ মার্চ ২০১৮ সাল পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪১ টাকা ৫৬ পয়সা।