আমার বেস্ট অপশনটা হলো কাটার,দিনের খেলা ভালো হয় মুস্তাফিজ

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুর দিকের হতাশা যেন ভুলিয়ে দিচ্ছেন মুস্তাফিজুর রহমান। টানা তৃতীয় ম্যাচে দারুণ বোলিং উপহার দিলেন এই বাঁহাতি পেসার। সোমবার (৩০ ডিসেম্বর) ডু অর ডাই ম্যাচে ফিজের বিধ্বংসী ও মিতব্যয়ী বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৩৩ রান তোলে সিলেট। জবাবে ১৬ বল হাতে রেখেই সহজ জয় ছিনিয়ে নেয় রংপুর। দীর্ঘদিন ধরেই ফর্মহীনতায় ভুগতে থাকা জাতীয় দলের বাঁহাতি এই পেসার দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট শিকার করে জানালেন এখনও ফুরিয়ে যাননি তিনি।

গতকাল দুপুরে সিলেট থান্ডারের বিপক্ষে মাত্র ১০ রান দিয়ে মুস্তাফিজ নিয়েছেন ৩ উইকেট। নিজের সেরা দিনে দলও জয়ের মুখ দেখেছে। এই ম্যাচ শেষে কাটার মাস্টার খ্যাত ফিজ জানালেন, টি-টুয়েন্টি ম্যাচ রাতে নয়, দিনে হলে তার জন্য ভালো।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিজ বলেন, ‘রাতে নয়, দিনে খেলা হলে আমার জন্য খুব ভালো হয়। এ কারণে বল ভালো হয়েছে। চেষ্টা করছি কী করলে আরও ভালো হয়।’

কিন্তু দিনে খেলা হলে কেন ভালো হয়? ফিজ বলেন, ‘আমার বেস্ট অপশনটা হলো কাটার, তাই শুকনা উইকেটে আমার জন্য ভালো হয়।’ অর্থ্যাৎ দিনের বেলা শুষ্ক পিচে নিজের সেরা অস্ত্রটি কাজে লাগাতে পারেন এই বোলার।

আজকের বাজার/আরিফ