আম পাড়তে গিয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

শখের বশে ঢাবি ক্যাম্পাসের আমগাছ থেকে আম পাড়তে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ ওমর তৌফিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ মে) দুপুর ২টা ১০ মিনিটে জাপান-বাংলাদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মঙ্গলবার দিবাগত রাত ১২টায় বন্ধুদের সঙ্গে ঢাবির কেন্দ্রীয় মসজিদের পাশের একটি আম গাছে আম পাড়তে ওঠেন তৌফিক। এসময় পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে দ্রুত জাপান-বাংলাদেশ হাসপাতালের আইসিউতে নেওয়া হয়। আজ দুপুরে হাসপাতালে তার মৃত্যু ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি খুব দুঃখজনক ঘটনা। সে আম পাড়তে গিয়ে পড়ে যায় এবং আমরা তাকে হাসপাতালে ভর্তি করি। কিন্তু তার ইনজুরিটা অনেক সিরিয়াস ছিল।

তার বন্ধুরা জানিয়েছে, সে প্রায়ই গাছ থেকে আম পাড়তো। গত রাতে সেন্ট্রাল মসজিদের আম গাছ থেকে আম পাড়তে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়।

আজকের বাজার/ এমএইচ