আরও ছয় বছরের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হচ্ছেন মাদুরো

আরও ছয় বছরের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন নিকোলাস মাদুরো। বিরোধী দলগুলো বলছে, এটা প্রেসিডেন্টের একনায়কতন্ত্রের অভিষেক।

রোববারের নির্বাচনে স্বল্প সংখ্যক মানুষ ভোট দেয়। যদিও প্রধান বিরোধী দলগুলো আগে থেকেই নির্বাচন বয়কট করেছে। আর জনপ্রিয় দুটি দলকে নির্বাচনের দাঁড়াতে দেয়নি মাদুরো।

রাষ্ট্রীয় সংস্থাগুলো নিয়ন্ত্রণে থাকায় জনপ্রিয়তা না থাকা সত্ত্বেও ৫৫ বছর বয়সী মাদুরো নির্বাচনে জয় পাবেন বলে মনে করা হচ্ছে। এমনটা হলে ভেনেজুয়েলায় নতুন করে আবারো নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও লাতিন আমেরিকার দেশগুলো।

মাদুরো নিজেকে হুগো শ্যাভেজের আত্মস্বীকৃত ছেলে বলে দাবি করেন। সমাজতন্ত্র ধ্বংস করা ও ওপেকভুক্ত তেল উত্তোলনকারী দেশগুলোর সম্পদ লুট করার সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করার ঘোষণাও দিয়েছেন তিনি। তবে বিরোধীদের তার এই ঘোষণাকে দেশের অর্থনীতি ধ্বংস করার পায়তারা বলে মনে করেন।

আরএম/