আরেকটি বিশ্বরেকর্ড বিরাট কোহলির!

মঙ্গলবার ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের মালিকও এখন কোহলি। ৭৭ ম্যাচে বিরাটের সংগ্রহ ২৬৬৩ রান।

ইন্দোরে মাঠে নামার আগে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দু’জনেই টি-টোয়েন্টিতে ২৬৩৩ রান করে যৌথভাবে এক নম্বরে ছিলেন। রোহিত বিশ্রামে থাকায় এদিন তাঁকে টপকে গেলেন বিরাট কোহলি।

অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০০০ রান করলেন বিরাট করলেন।
৩০ ইনিংসে ১০০০ রান করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

আজকের বাজার/লুৎফর রহমান