ঢাবি ছাত্রী ধর্ষণ:‘ধর্ষক’গ্রেপ্তার, ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি)ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষককে মঙ্গলবার রাতে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাবের উপ-পরিচালক (মিডিয়া উইং) এএসপি মিজানুর রহমান। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেন, ভুক্তভোগী মেয়েটির মোবাইল ফোন ও কিছু সামগ্রীও উদ্ধার করা হয়েছে। র‌্যাবের মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, ক্যাম্পাস থেকে বান্ধবীর বাসায় যাওয়ার পথে রাজধানীর কুর্মিটোলা এলাকায় রবিবার রাতে ধর্ষণ ও নির্যাতনের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। তার সহপাঠীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তি তাকে অজ্ঞান করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। রাত ১০টার দিকে জ্ঞান ফেরার পর তিনি সহপাঠীদের সাথে যোগাযোগ করেন।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক)হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে(ওএসসিসি)চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর থেকে ধর্ষকের শাস্তির দাবিতে উত্তাল রয়েছে ঢাবি ক্যাম্পাস। ভুক্তভোগী ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান