আর্থিক খাতে দর কমেছে ৭৩% কোম্পানির

রোববার,৭ মে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে আংশ নেওয়া প্রায় ৭৩ শতাংশ নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) শেয়ারের দাম কমেছে। তালিকাভুক্ত ২৩ এনবিএফআইয়ের মধ্যে ২২টির শেয়ার কেনাবেচা হয় রোববার। রেকর্ডজনিত কারণে একটি কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ ছিল। আর ২২টি কোম্পানির মধ্যে ১৬টি রোববার শেয়ারের দর হারায়।

এনবিএফআইগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর হারায় মাইডাস ফাইন্যান্স। এদিন কোম্পানির শেয়ার ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৪০ শতাংশ দর কমেছে। ৬২৪ বারে কোম্পানির ৪ লাখ ১৫ হাজার ৬৪টি শেয়ার লেনদেন হয়েছে।

আর ৬ দশমিক ৩৫ শতাংশ শেয়ার দর কমেছে ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের। ২৬৮ বারে কোম্পানির ৩ লাখ ৯২ হাজার ৪২টি শেয়ার লেনদেন হয়। একই সঙ্গে টানা ৪ কার্যদিবস বৃদ্ধি পাওয়া বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার দর আজ ৩ দশমিক ৭৭ শতাংশ কমেছে।

দেখা গেছে, দিন শেষ আর্থিকখাতে ১৪ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ও ১৪ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। ডিএসইতে মোট লেনদেনের ১৬ শতাংশই ছিল আর্থিক খাতের কোম্পানির শেয়ারে।

আজকের বাজার:এলকে/এলকে/৭ মে,২০১৭