আল-আরাফাহ ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড সিলেট জোন এবং এসএমই বিনিয়োগ বিভাগ প্রধান কার্যালয় এর যৌথ ব্যবস্থাপনায় বিনিয়োগ কর্মকর্তা ও নতুন নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৩ ডিসেম্বর সকাল ১০টায় এটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনের প্রধান মো. ফজলুর রহমান আশরাফী।

জোনাল অফিসের কর্মকর্তা ফার্স্ট এসিস্টেন্ড ভাইস প্রেসিডেন্ট নুরুল আম্বিয়া চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যাংকের বিয়ানীবাজার শাখার কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাকীম।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ব্যাংকের এসএমই বিনিয়োগ বিভাগের কর্মকর্তা ও ওমেন ইনট্রেপরিনিউর ইসভেস্টমেন্ট ডিপার্টমেন্ট এর ইনচার্জ ও ফার্স্ট এসিস্টেন্ড ভাইস প্রেসিডেন্ট শেখ আসাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের এসিস্টেন্ড ভাইস প্রেসিডেন্ট ও লালদিঘীরপাড় শাখার ব্যবস্থাপক এ.এস.এম. গৌছ উদ্দিন সিদ্দিকী। কর্মশালায় সিলেট জোনের ২১টি শাখার বিনিয়োগ কর্মকর্তা ও নতুন নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনের প্রধান মো. ফজলুর রহমান আশরাফী সহজ শর্তে নতুন নারী উদ্যোক্তাদের মধ্যে আল আরাফাহ ইসলামী ব্যাংক কর্তৃক গৃহীত ইসলামী শরীয়াহ ভিত্তিক বিনিয়োগ বিতরণের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

আজকের বাজার: আরআর/ ০৩ নভেম্বর ২০১৭