আয়ারল্যান্ড উপকূলে ভেসে এলো রহস্যজনক জাহাজ

ইউরোপে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় ডেনিসের তাণ্ডবে সম্প্রতি আয়ারল্যান্ড উপকূলে আছড়ে পড়েছে একটি রহস্যজনক পরিত্যক্ত জাহাজ। এ ঘটনায় সেখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জাহাজটি গত এক বছরেরও বেশি সময় ধরে উদ্দেশ্যহীনভাবে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

পরিত্যক্ত জাহাজটিকে আল্টা নামে চিহ্নিত করা হয়েছে। এটি তৈরি করা হয়েছিলো ১৯৭৬ সালে। এর বেশ কয়েকটি নাম ও মালিকের কথা জানা গেছে। তবে জাহাজটি সর্বশেষ চলাচল করেছিলো তানজানিয়ার পতাকা নিয়ে।

বিবিসি জানিয়েছে, জাহাজটির উদ্দেশ্যহীন চলাচলের কথা আগেই জানতো বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষ। সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে জাহাজটিকে শনাক্ত করে ব্রিটিশ নৌবাহিনীর একটি জাহাজ।

সাধারণত নষ্ট হওয়া জাহাজ তার মালিকদের সম্পত্তি। পরবর্তীতে এটা নিয়ে কী করা হবে সেবিষয়ে সিদ্ধান্ত তারাই নিয়ে থাকেন। তবে কোনও জাহাজ যদি সমুদ্র পরিবহনে প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে স্থানীয় কর্তৃপক্ষও সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। ফলে জাহাজটি নিয়ে কী করা হবে সেবিষয়ে সিদ্ধান্ত নেবেন আয়ারল্যান্ড কোস্টগার্ডসহ স্থানীয় কর্তৃপক্ষ।

আজকের বাজার/এমএইচ