ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে দুটি বোয়িং উড়োজাহাজ

বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে চলতি বছরের নভেম্বরে দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ যুক্ত হতে যাচ্ছে।

নতুন উড়োজাহাজগুলোর প্রতিটিতে আটটি বিজনেস ক্লাস ও ১৫৯টি ইকোনমিক ক্লাসের আসন থাকছে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খবর ইউএনবি।

বর্তমানে ইউএস-বাংলার বহরে ১৬৪ আসনের চারটি বোয়িং ৭৩৭-৮০০ ও ৭৬ আসনের তিনটি ড্যাশ৮-কিউ৪০০ উড়োজাহাজ রয়েছে।

কোম্পানিটির পঞ্চম ও ষষ্ঠ বোয়িং হিসেবে উড়োজাহাজ দুটি পর্যায়ক্রমে নভেম্বরের প্রথম ও তৃতীয় সপ্তাহে বহরে যুক্ত হবে।

বর্তমানে পরিচালিত বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করারও পরিকল্পনা করছে ইউএস-বাংলা।

ইউএস-বাংলা আন্তর্জাতিক রুটে সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট, দোহা ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

অভ্যন্তরীণ রুট তাদের ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশালে নিয়মিতভাবে যাতায়াত রয়েছে।

আজকের বাজার/এমএইচ