ইউরোপকে গলাবাজি বন্ধ করতে বললেন এরদোগান

In this handout photograph released by The Bulgarian Government Press Office on March 26, 2018, (L to R) Turkish President Recep Tayyip Erdogan, Bulgarian Prime Minister Boyko Borissov, European Union President Donald Tusk and European Commission chief Jean-Claude Juncker pose for a family photo of their meeting - part of the EU-Turkey summit - in Varna. Turkish President Recep Tayyip Erdogan is set to meet the leaders of the EU's top bodies for a potentially stormy encounter that will seek ways to repair an increasingly fractured relationship. European Union President Donald Tusk and European Commission chief Jean-Claude Juncker will talk with Erdogan at the Bulgarian Black Sea resort of Varna with a litany of problems clouding their discussions. / AFP PHOTO / Bulgarian Government Press Office / HO / RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO / The Bulgarian Government Press Office " - NO MARKETING NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS

সন্ত্রাস দমনে তুরস্ক যে কাজ করছে তার সহায়তা চেয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আমরা ইউরোপের সমর্থন চাচ্ছি। অযথা সমালোচনা কিংবা গলাবাজি না করে তাদের উচিত আমাদের সমর্থনে এগিয়ে আসা।

সোমবার বুলগেরিয়ার শহর ভারনায় তুর্কি-ইইউ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।-খবর আনাদুলুর।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইউরোপ যদি তার সম্প্রসারণ নীতি থেকে তুরস্ককে বাদ দিয়ে দেয়, তবে তারা বড় ধরনের ভুল করবে।

তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অভিযান কেবল সিরীয় ও তুরস্কের নিরাপত্তাই নিশ্চিত করবে না, তা ইউরোপকেও নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে যাবে।

এতে ইউরোপ ও তুরস্কের মধ্যে আস্থা ফিরে আসবে বলে জানিয়ে তিনি বলেন, আশা করছি সঙ্কটগুলো পেছনে ফেলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো।

আজকের বাজার/আরজেড