ইতালী, ফ্রান্স ও স্পেনে চিকিৎসা সামগ্রী পাঠাবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মহামারী করোনাভাইরাস মোকাকেলায় যুক্তরাষ্ট্র প্রথমে ইতালিতে এবং পরে ফ্রান্স ও স্পেনে চিকিৎসা সামগ্রী পাঠাবে। খবর এএফপি’র।
ট্রাম্প তার প্রতিদিনের ব্রিফিংকালে সোমবার বলেন, যুক্তরাষ্ট্র কিছু নির্দিষ্ট চিকিৎসা সামগ্রী এসব দেশে পাঠাবে। তবে তিনি উল্লেখ করে বলেন, এসব চিকিৎসা সামগ্রীর বড় অংশ ইতালির জন্য পাঠানো হবে। কেননা, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দেশটিতে করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
তিনি বলেন, আমরা ইতালিতে প্রায় ১০ কোটি ডলারের চিকিৎসা সামগ্রী পাঠাতে যাচ্ছি।
হোয়াইট হাউজ জানায়, ট্রাম্প ও কোঁতে সোমবার টেলিফোনে কথা বলেছেন।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের আমাদের সকল মিত্র দেশ ও অংশীদারদের সাথে কাজ করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে বর্তমানে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় প্রথম দিকে ফেডারেল সরকারের ধীর গতির পদক্ষেপের সমালোচনা করেন ট্রাম্প।