ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা রোববার শুরু হয়েছে। আগামী বছর ১৭ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

এ নির্বাচনী লড়াইয়ে ক্ষমতাসীন জোকো উইদোদোকে সেনাবাহিনীর সাবেক এক জেনারেলের মুখোমুখি হতে হচ্ছে।

মতামত জরিপে দেখা গেছে, উইদোদো তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রাবোয়ো সুবিয়ান্তোর বিরুদ্ধে বেশ ভাল ব্যবধানে এগিয়ে আছেন।

তবে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে যাওয়া উইদোদোকে অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে হচ্ছে।

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশটিতে ১৭ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রায় ১৮ কোটি ৬০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ভোটারা জাতীয় ও স্থানীয় পার্লামেন্ট সদস্যও বেছে নিবেন।

অনেক ভোটারই এবার ২০১৭ সালে জাকার্তায় রাজ্যপাল নির্বাচনের পুনরাবৃত্তি চান না।

ওই সময় কট্টেরপন্থী মুসলিম বিরোধী দলের নেতৃত্বে বিপুলসংখ্যক বিক্ষোভকারী রাজধানীর সাবেক গর্ভনরের বিরোধীতায় রাস্তায় নেমে আসে। জাতীগতভাবে চীনা ওই গভর্নর একজন খ্রিষ্টান।

বিশ্লেষকরা বলছেন, ইন্দোনেশিয়ায় অর্থনীতি, বৈষম্য ও ক্রমবর্ধমান অসহিষ্ণুতার বিষয়গুলোই এই প্রচারণায় গুরুত্ব পাবে। তথ্য-বাসস।

আজকের বাজার/এমএইচ