ইরাকি রাজনীতিতে ইরানের হস্তক্ষেপের প্রতিবাদ

ইরাকি বিক্ষোভকারীরা দেশের রাজনীতিতে ইরানের হস্তক্ষেপের প্রতিবাদ জানায়।

তারা জানায় আমরা এমন প্রধানমন্ত্রী চাই না যে পশ্চিমের অনুমোদন চায় এবং দেশটি বিক্রি করে। আমরা চাই না যে, যিনি লোকদের ক্ষুধা ছেড়ে ইরানকে সন্তুষ্ট করেন, ”

সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভকারীদের পোস্ট করা ভিডিও থেকে এসব তথ্য শোনা যায়।

কর্মকর্তারা বলছেন যে প্রতিবেশী ইরান, ইরাকি রাজনীতির মূল খেলোয়াড়, তারা আল-সুহাইলকে প্রতিষ্ঠিত করতে চান, যিনি নভেম্বরে প্রশাসনের পদত্যাগের আদেশ দিয়েছিলেন আদেল আবদেল মাহদির সরকারে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

আজকের বাজার/লুৎফর রহমান