ইরাকের অভ্যন্তরে তুর্কি সেনা

কুর্দি গেরিলাদের নির্মূলে ইরাকের অভ্যন্তরে তুর্কি সেনা প্রবেশ করে বিশেষ অভিযান চালিয়েছে।

এ অভিযান প্রসঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, তুর্কি সীমান্তবর্তী ইরাকের বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত কুর্দি গেরিলাদের (পিকেকে) নির্মূল করার লক্ষ্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

তুরস্কের দৈনিক হুরিয়েতে প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়, কুর্দি গেরিলা নির্মূলের এ অভিযান গত মার্চ মাস থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত সীমান্তবর্তী ৩০০ কিলোমিটার দীর্ঘ এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।

বর্তমানে এসব সেনা ইরাকের ৩০ কিলোমিটার গভীর পর্যন্ত মোতায়েন রয়েছে। প্রয়োজনে তারা আরও গভীরে প্রবেশ করে ইরাকের কান্দিল, মাখমুর বা সিনজার পর্যন্ত পৌঁছে যাবে বলেও তুর্কি প্রধানমন্ত্রী ঘোষণা করেন।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছিলেন, তার দেশের সেনারা যে কোনো সময় ইরাকের কান্দিল শহরে সামরিক অভিযান চালাবে।

আরজেড/