ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নিহত অন্ততঃ ১০০

ইরানের সরকার বিরোধী বিক্ষোভে ও সহিংসতায়, কর্তৃপক্ষ সংখ্যালঘুদের দোষারোপ কোরে তাদের বিরুদ্ধে দমন অভিযানকে যুক্তিসঙ্গত করতে পারে। ইরানে গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে দেশজুড়ে গত সপ্তাহে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নজরদারি সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মঙ্গলবার জানায়, নিরাপত্তা বাহিনীর হাতে সেখানে অন্ততঃ ১০০জন প্রতিবাদকারী নিহত এবং ১০০০ বেশি লোককে গ্রেফতার করা হয়। ইরান সরকার প্রতিবাদীদের বিরুদ্ধে ইতিমধ্যেই বিজয় দাবী করেছে।

সাসেক্স বিশ্ববিদ্যালয়ে ইরান বিষয়ে গবেষক, কামরান মতিন জানান, যে ইরান সরকার প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চর হিসাবে কুর্দি বিরোধী ও আহবাজি আরবদের এসব গোলযোগের জন্য দোষারোপ করেছে।

আজকের বাজার/লুৎফর রহমান