ইরানে পুলিশের সাথে সংঘর্ষে নিহত ২০৮

গ্যাসোলিনে মূল্যবৃদ্ধিতেস প্রতিবাদকারি ও আন্দোলনকারি এবং সুরক্ষা বাহিনীর সংঘর্ষের কারণে ইরানে কমপক্ষে ২০৮ জন প্রাণ হারিয়েছেন। সরকারের তরফে এমনটাই পুলিশকে জানিয়েছেন একজন কর্মকর্তা। সেই তথ্যের ভিত্তিতেই এমনটা জানিয়েছে অ্যামনেসটি ইন্টারন্যাশনাল।

নভেম্বর ১৫ তারিখ থেকে চলা অচলাবস্থা সরকারীভাবে কোন তথ্য ইরান এখনও প্রকাশ না করলেও খুব শীঘ্রই তা প্রকাশ পাবে বলে জানা গিয়েছে। সরকারের ভরতুকি দেওয়া গ্যাসোলিনের ৫০ শতাংশ মূল্যবৃদ্ধির জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক মতামত উঠে এলেও তা বিষয়ে কোন স্থায়ী মতামত পাওয়া যায়নি।

আজকের বাজার/লুৎফর রহমান