ইসরাইলের বিমান হামলায় গাজায় একই পরিবারের ৬ সদস্য নিহত

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরাইেলের বিমান হামলায় একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার একথা জানায়। খবর এএফপি’র।
ইসরাইলের সামরিক উপাত্ত অনুযায়ী, মঙ্গলবার থেকে ইসলামি জিহাদিদের অবস্থান লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিন ভূখন্ড থেকে ইসরাইলে একের পর এক রকেট হামলার জবাবে এসব বিমান হামলা চালানো হয়।