ইসলামী ব্যাংকের শেয়ার ছেড়ে দিচ্ছে ইবনে সিনা

ইবনে সিনা ট্রাস্টের হাতে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের  প্রায় ৩ কোটি ৬১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।  বৃহস্পতিবার এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিনের দাম অনুসারে এই পরিমাণ শেয়ারের বাজারমূল্য প্রায় ৯৫ কোটি টাকা। ইসলামী ব্যাংকের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের সর্বশেষ মূল্য ছিল ২৬ টাকা ১০ পয়সা।

জানা গেছে- ইবনে সিনা ট্রাস্ট ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক। সিকিউরিটিজ আইন অনুসারে তালিকাভুক্ত কোনো কোম্পানির উদ্যোক্তার শেয়ার বিক্রি করতে হলে কমপক্ষে ৩০ কার্যদিবস আগে ঘোষণা দিতে হয়।

এ কারণে ওয়েবসাইটে শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে ইবনে সিনা। এমন এক সময় ইবনে সিনা শেয়ার বিক্রির ঘোষণা দিল, যখন ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণার সময় খুব কাছাকাছি চলে এসেছে। সাম্প্রতিক সময়ে দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় এই ব্যাংকটির ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন হয়েছে। ব্যাংকটির চেয়ারম্যান সাবেক সচিব আরাস্তু খান পদত্যাগ করায় নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন প্রফেসর মো. নাজমুল হাসান।

রাসেল/