ঈদে মহাসড়কে ট্রাক,কাভার্ডভ্যান চালালে ব্যবস্থা

নিষেধাজ্ঞা অমান্য করে ঈদের আগের ৩ দিন দেশের মহাসড়কগুলোতে ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও অন্যান্য ভারী যানবাহন চালালে ব্যবস্থা নেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

আজ ২৪ জুন শনিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এমন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের আগের ৩দিন দেশের মহাসড়কগুলোতে ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও অন্যান্য ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু মহাসড়কগুলোর কোনো কোনো এলাকায় আজও এ ধরণেরর কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে।

আবু নাছের বলেন, ভারী যানবাহনের মালিক এবং চালকদের প্রতি সরকারি আদেশ যথাযথভাবে পালনের অনুরোধ জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। নিষেধাজ্ঞা অমান্যকারী পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

উল্লেখ, জ্বালানি, খাদ্যদ্রব্য, ওষুধ, পঁচনশীল দ্রব্য এবং গার্মেন্টস সামগ্রী বহনকারী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত রয়েছে।

আজকের বাজার: এলকে/এলকে ২৪ জুন ২০১৭