ঈদ কেনাকাটার ঢল নেমেছে দোকানগুলোতে

রাজধানীর দোকানগুলোতে ঈদ কেনাকাটার ঢল নেমেছে। বেশিরভাগ ক্রেতা দর্শনার্থীর মধ্যে নেই করোনা সংক্রমণের ভয়। জীবন ও জীবিকার প্রশ্ন ছাড়িয়ে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঈদ কেনাকাটা। বাড়ছে করোনা সংক্রমণ ঝুঁকি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ি, সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা ঝুঁকি রাজধানীতে। রাজধানীর মধ্যেও মোহাম্মপুর এলাকা অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা। তবে এখানকার কৃষি মার্কেটের চিত্র দেখলে মনে হবে দেশে কোনো করোনা ঝুঁকি নেই।

স্বাস্থ্য ঝুঁকির তোয়াক্কা না করেই কেনাকাটা করছেন ক্রেতারা। বিক্রেতাদের মাঝেও নেই কোনো বিকার। জীবনের চেয়েও যেন বেচাবিক্রি বেশি গুরুত্বপূর্ণ।