ঢাবি ভিসির বাসায় হামলাকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে ন্যাক্কারজনক। আমি এর তীব্র নিন্দা জানাই। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন প্রসঙ্গে সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের এক প্রশ্নের জবাবে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা হামলা করেছে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার যোগ্য না। যারা জঘন্য কাজ করেছে।

শেখ হাসিনা বলেন, ভিসির বাড়ি যারা ভেঙেছে, লুটপাট করা হয়েছে, সেই লুটপাটের মাল কোথায় আছে, কারা কারা আছে, এই হোতা বের করতে হবে। ছাত্রদেরকেই তা খুঁজে বের করতে হবে। যারা এই ভাঙচুর-লুটপাটের সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচার হবে।

প্রধানমন্ত্রী বলেন, তারা এখনো আমাদের শিক্ষক, যারা এখনো বেঁচে আছেন, আমি যখন তাদের দেখি, আমরা তাদের সম্মান করি; এখনো সম্মান করি। আমি প্রধানমন্ত্রী হই, যা-ই হই না কেন; যখন আমি আমার কোনো শিক্ষকের কাছে যাই তখনো আমি তার ছাত্রী। আমি সম্মানের সাথেই তাদের সাথে কথা বলি। গুরুজনকে অপমান করে কখনো শিক্ষা অর্জন করা যায় না। সেগুলো প্রকৃত শিক্ষা হয় না। প্রত্যেকেরই অন্তত শালীনতা বজায় রাখা উচিৎ। নিয়ম মেনে চলতে হবে, আইন মেনে চলতে হবে।

উল্লেখ, গত ৯ এপ্রিল গভীর রাতে ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে হামলার চালায় দুর্বৃত্তরা।

এস/