একনেকের আগামী বৈঠকে ইভিএম প্রকল্প উত্থাপন: পরিকল্পনামন্ত্রী

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী বৈঠকে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এএইচএম মুস্তাফা কামাল।

মঙ্গলবার (‌১০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সাপ্তাহিক বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আগামী সাধারণ নির্বাচনে হয়তো পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহৃত হতে পারে। তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর এসবের ব্যবহার নির্ভর করছে।’

তিনি জানান, প্রকল্পটির জন্য পুরো তহবিল একবারে ছাড় করা সম্ভব হবে না। ধাপে ধাপে ছাড় দেওয়া হবে।

ইতিমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে কোনো বিতর্ক ছাড়াই ইভিএম ব্যবহৃত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মুস্তাফা কামাল আরো বলেন, একনেকের কাজ হলো প্রকল্পটি অনুমোদন করা, বাস্তবায়ন করা নয়।

নির্বাচন কমিশন ৩ হাজার ৮২১ কোটি টাকা ব্যয়ে দেড় লাখের মতো ইভিএম সংগ্রহ করতে প্রকল্প প্রস্তাব তৈরি করে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে।

সাধারণ নির্বাচনে সারাদেশে পরিপূর্ণভাবে ইভিএমে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের চার লাখের মতো মেশিন দরকার।

এচাড়া, সাধারণ নির্বাচনে ব্যালট পেপারের বদলে ইভিএম ব্যবহারের পথ সুগম করার জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে জনপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের প্রস্তাব দিয়েছে।

আজকের বাজার/এমএইচ