একাদশ সংসদ অধিবেশন শুরুর প্রতিবাদে বিএনপির মানববন্ধন

একাদশ জাতীয় সংসদের অধিবেশন শুরুর প্রতিবাদে মানববন্ধন করেছে বিএনপি। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদী মানববন্ধন করে দলটি।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে বেলা ১১টায় এ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও এর আধা ঘণ্টা আগে থেকেই প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে বিএনপি নেতা-কর্মীরা।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ মানবন্ধনে অংশ নিয়েছেন।

এসময় তারা কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।

এদিকে বিএনপির এ কর্মসূচি ঘিরে সকাল থেকেই প্রেস ক্লাবের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়।

এর আগে মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসাচিব রুহুল কবির রিজভী এ মানবন্ধন কর্মসূচির ঘোষণা দেন।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি দশম জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার একদিন পর আজ (বুধবার) বেলা ৩টায় একাদশ জাতীয় সংসদের প্রথম এ অধিবেশন শুরু হতে যাচ্ছে।

এর আগে গত ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে টানা তৃতীয় ও মোট চারবার শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ।

তবে ওই নির্বাচনে ব্যাপক ‘ভোট ডাকাতির’ অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপি। যার কারণে এ নির্বাচনের মাধ্যমে বিএনপি ও তাদের জোট গণফোরামের মোট ৮ জন নির্বাচিত সংসদ সদস্য এখনও শপথ নেননি। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ