এপিকটা অ্যাওয়ার্ড-২০১৭ এর আয়োজন করবে বাংলাদেশ

এশিয়া প্যাসিফিক অঞ্চলের তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (এপিকটা) অ্যাওয়ার্ড-২০১৭ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। চলতি বছরের ৭ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস,বেসিস আয়োজন করবে এবারের এ প্রতিযোগিতা।

২৩ সেপ্টেম্বর শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির সভাপতি মোস্তফা জব্বার।

তিনি জানান, এবাবের প্রতিযোগিতায় ১৭টি ক্যাটাগরিতে ১৮ দেশের মোট ২০০ প্রতিযোগী অংশ গ্রহণ করবে।

এছাড়া আইসিটি খাতের অস্কার হিসেবে পরিচিত এই অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৬০০ প্রতিনিধি অংশ নেবেন বলে জানার বেসিস সভাপতি।

আজকের বাজার: এলকে / এলকে ২৩ সেপ্টেম্বর ২০১৭