এবারের বাজেট জনবান্ধব ও গণমুখী : তোফায়েল আহমেদ

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এবারের বাজেট জনবান্ধব ও গণমুখী।

শুক্রবার(৮জুন) ভোলা উপজেলা সদরের ধনীয়া ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে দু:স্থ্য ও অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তোফায়েল আহমেদ এ কথা বলেন।

তিনি বলেন, এ বাজেটের মাধ্যমে দেশের মানুষ উপকৃত হবে।

তিনি   আরও বলেন, চলতি বছর দেশের জিডিপি’র প্রবৃদ্ধি হার ৭ দশমিক ৬৫ ভাগ রয়েছে। ২০২০ সালে এটাকে আমরা ৮ শতাংশে উন্নীত করব। সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেই জাতীয় সংসদে এবারের বাজেট পেশ করা হয়েছে।
অনুষ্ঠানে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বিশেষ অতিথি ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সদ্য ঘোষিত বাজেট বিএনপি না পড়েই সমালোচনা করেছে।
মন্ত্রী বলেন, এই বাজেট একটা উন্নয়নমূলক বাজেট। এর মাধ্যমে গ্রামের অর্থনীতি আরো মজবুত হবে। আমাদের নদী ভাঙ্গন রোধসহ সকল কিছুকেই এই বাজেটের অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০৩০ সালের মধ্যে দারিদ্র্যের সীমা ৩ শতাংশের নিচে নামিয়ে আনার যে লক্ষ্য আমাদের রয়েছে তাতে পৌঁছাতে পারবো।
তোফায়েল আহমেদ বলেন, বিএনপি তাদের নিজেদের প্রয়োজনেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। তারা ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে না এসে যে ভুল করেছে, এবার আর সে ভুল করবেনা। অস্তিত্ব রক্ষার জন্য তারা (বিএনপি) আগামী নির্বাচনে অংশ নেবে।
এসময়  উপস্থিত  ছিলেন, জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পুলিশ সূপার মো. মেকতার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেনসহ আরও অনেকেে।

আজকের বাজার/এসএম