এমপিওর দাবিতে শিক্ষকদের অনশন চলছে

এমপিওর দাবিতে বৃষ্টির মধ্যেই প্রতীকী অনশন করেছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার জানান, আজকে অনশন চালিয়ে যাবেন তাঁরা।

তিনি জানান, আগামীকালকের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া না পেলে আগামী সোমবার সকাল ৯টা থেকে আমরণ অনশনে যাবেন তাঁরা।

সভাপতি আরো বলেন, ‘এবার আমাদের যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান এবং যত নন-এমপিওভুক্ত শিক্ষক আছেন, একযোগে সবার এমপিওভুক্তির দাবি করছি।’

জাতীয় প্রেসক্লাবের সামনে গত ১০ জুন থেকে আন্দোলন শুরু করেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নন-এমপিওভুক্ত শিক্ষকরা।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা জানান, ২০০৬ সাল থেকে তাঁরা আন্দোলন করে আসছেন। এখন পর্যন্ত এটি তাঁদের ২৭তম পর্যায়ের আন্দোলন। গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে তাঁরা আন্দোলন স্থগিত করে ঘরে ফিরে যান। এরপর সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছে, নতুন অর্থবছরে নতুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে।

কিন্তু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের যে বাজেট প্রস্তাব করেন, সেখানে তিনি নতুন এমপিওভুক্তির বিষয়ে সুস্পষ্ট কিছু বলেননি। যদিও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা থেকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা হবে। এই প্রেক্ষাপটে পরিবার-পরিজন, স্ত্রী-সন্তানদের রেখে তাঁরা রাজধানীর রাজপথেই ঈদের নামাজ আদায় করেন।

এবারের বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের জন্য ৫৩ হাজার ৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এটি প্রস্তাবিত জাতীয় বাজেটে খাতওয়ারি দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ। তবে বরাদ্দের ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়, কারিগরি বিদ্যালয় ও কলেজ নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আরজেড/