এসএ গেমসের শেষ প্রস্ত্ততি পরিদর্শন ক্রীড়া প্রতিমন্ত্রীর

নেপালে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান (এসএ) গেমসে অংশগ্রহণ করছে বাংলাদেশের ২৫ টি ডিসিপ্লিন। আর তাই এসএ গেমসের শেষ প্রস্তুতি পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

বুধবার বিকেলে হঠাৎ করেই জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন বিল্ডিং এর জিমনেশিয়ামে হাজির হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি প্রশিক্ষণরত তায়কোয়ান্দো খেলোয়াড়দের সঙ্গে আলাপ করেন, প্রস্তুতি সম্পর্কে জানেন ও দেখেন।

তিনি বলেন, আমরা গতবার চারটি গোল্ড পেয়েছিলাম। এবার আরো বেশি কিছু আশা করি সবার কাছ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী সোনা বিজয়ীদের সবাইকে ফ্লাট দিয়েছেন। আপনারাও এমন কিছু করবেন আশা করি।

আপনাদের সংবর্ধনা দিতে প্রধানমন্ত্রী অপেক্ষায় আছেন। আপনারা নেপালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আপনাদের উপর অনেক দায়িত্ব।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইরানে অনুষ্ঠিত যুব কাবাডি বিশ্বকাপে ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ দলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।