এসএ গ্রুপের এমডি শাহাবুদ্দিন কারাগারে

বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ব্যাংকের তিন হাজার ছয়শ কোটি টাকা আত্মসাতের মামলায় এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহাবুদ্দিন আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৭ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর আশরাফুল আলম। শাহাবুদ্দিনের পক্ষে কোন জামিনের আবেদন ছিল না।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরাফত জামান আনসারী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ব্যাংক এশিয়া লিমিটেডের চট্টগ্রাম সিডিএ অ্যাভিনিউ শাখার মামলায় তাকে গ্রেফতার করা হয়। ওই শাখা থেকে তার ঋণ গ্রহণের পরিমান ৭০৯ কোটি ২৭ লাখ ৩৫ হাজার টাকা।

এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময় নেয়া তার ঋণের পরিমান ৩ হাজার ৬২২ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৫৯ টাকা।

বুধবার বেলা ১২টার দিকে গুলশানের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজকের বাজার/এমএইচ