এসকে সিনহার ভাইয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে বিদেশে বাড়ি ক্রয় ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তার বিরুদ্ধে আমেরিকার নিউ জার্সিতে ২ লাখ ৮০ হাজার মার্কিন ডলারের বাড়ি ক্রয়, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অনুসন্ধানের জন্য সোমবার (০১ অক্টোবর) দুই সদস্যের একটি টিম গঠন করেছে দুদক।

দুদকের গণসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে অনুসন্ধানের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে প্রাক্তন প্রধান বিচারপতি এস কে সিনহার ব্যাংক হিসাবে চার কোটি টাকা স্থানান্তরের বিষয়ে আরো একটি অনুসন্ধান করছে দুদক। অভিযোগ অনুসন্ধানে গত ৬ মে ও ২৬ সেপ্টেম্বর আট জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আজকের বাজার/এমএইচ