এ্যাথলেটিকোর কাছে ৭-৩ গোলে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

দিয়েগো কস্তার চার গোলে শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৭-৩ গোলে বিধ্বস্ত করেছে এ্যাথলেটিকো মাদ্রিদ।

বিরতির আগেই হ্যাটট্রিক পূরণ করেন কস্তা। এরপর ৬৫ মিনিটে লাল কার্ড দেখে বাইরে চলে যাবার আগে করেছেন আরো এক গোল। একইসময় মাদ্রিদ মিডফিল্ডার কারভাহালও লাল কার্ড পেলে শেষ পর্যন্ত দুই দলকেই ১০জন নিয়ে খেলতে হয়েছে।

রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা ম্যাচের শুরুটাই খারাপভাবে করেছিলাম। সর্বোচ্চ পর্যায়ের ভাল মানের একটি প্রতিপক্ষের বিপক্ষে এই ধরনের শুরু কখনই কাম্য নয়। খেলোয়াড়রাও বিষয়টি বুঝতে পেরেছে এবং তারাও দারুন হতাশ। আমরা এই পরাজয় নিয়ে চিন্তা করতে চাই না। এটা প্রাক-মৌসুম ম্যাচ। প্রতিটি ক্ষেত্রেই তারা আমাদের তুলনায় ভাল খেলেছে, এটাই মূল কথা।’

ইউরোপের বাইরে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কাল জিদানের দল ছিল একেবারেই অগোছালো। ২৪ মিনিটে এ্যাথলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাকের সাথে সংঘর্ষে সার্বিয়ান তারকা লুকা জোভিচ মাঠ ছাড়তে বাধ্য হন। জিদান এখন শুধুমাত্র তার ইনজুরি তালিকা যেন আর দীর্ঘ না হয় সেই প্রার্থনাই করতে পারেন। ইতোমধ্যেই আর্সেনালের বিপক্ষে মঙ্গলবার হাঁটুর লিগামেন্টে গুরুতর ইনজুরি নিয়ে প্রায় নয় মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন মার্কো আসেনসিও।

আজকের বাজার/লুৎফর রহমান