এ্যাথলেটিকো থেকে ফ্ল্যামেঙ্গোতে যোগ দিলেন ফিলিপ লুইস

ব্রাজিলের কোপা আমেরিকা দলের সদস্য ফিলিপ লুইস এ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোতে যোগ দিয়েছেন। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

চার বছর এ্যাথলেটিকোতে খেলেছেন ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ লেফট-ব্যাক। দুই বছরের নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত তিনি ফ্ল্যামেঙ্গোতে থাকবেন।

প্যারাগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ইনজুরির কারণে লুইস কোপা আমেরিকার শেষ পর্যন্ত খেলতে পারেননি। ইউরোপে যাবার আগে লুইস ব্রাজিলিয়ান ক্লাব ফিগারেন্সের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। ২০০৮ সালে ডিপোর্তিভো লা করুনার হয়ে তার স্পেন অধ্যায় শেষ হয়। এরপর আবারো ২০১০ সালে এ্যাথলেটিকোতে যোগ দেন। সেখানে সর্বমোট তিনি আট বছর কাটিয়েছেন। মাঝে ধারে কিছুদিনে চেলসিতে খেলেছেন। এ্যাথলেটিকোর হয়ে লুইস ২০১৪ সালে লা লিগা, ২০১২ ও ২০১৮ সালে ইউরোপা লিগ এবং ২০১৩ সালে কোপা ডেল রে শিরোপা জিতেছেন। চেলসির হয়ে ২০১৫ সালে প্রিমিয়ার লিগ ও ঐ বছরই লিগ কাপের শিরোপা জিতেছেন।

বর্তমানে লিগে ফ্ল্যামেঙ্গোর অবস্থান তৃতীয়। লুইসের আগে বায়ার্ন মিউনিখের আট বছর কাটানো রাইট-ব্যাক রাফিনহাও ফ্ল্যামেঙ্গোতে যোগ দিয়েছিলেন।

আজকের বাজার/লুৎফর রহমান