ওদেসায় রাশিয়ার ‘ভয়াবহ’ হামলায় উদ্ধারকর্মীসহ ২০ জন নিহত

ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর নগরী ওদেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় এক ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে উদ্ধারকর্মী ও রয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর এই হামলাকে ‘জঘণ্য’ হিসেবে বর্ণনা করেছেন।
খবর এএফপি’র।
এএফপি’র সাংবাদিকরা ঘটনাস্থলে রাস্তার ওপর কম্বল দিয়ে ঢেকে রাখা লাশ দেখতে পেয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাশিয়ার বিমান থেকে ক্ষেপণাস্ত্র আবাসিক ভবন, অ্যাম্বুলেন্স এবং একটি গ্যাস পাইপলাইনে আঘাত হানে। এতে উদ্ধারকর্মীসহ কমপক্ষে ২০ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছে।
হামলার প্রত্যক্ষদর্শী মারিয়া স্লিজোভস্কা বলেন, দ্বিতীয় দফার ক্ষেপণাস্ত্র হামলার আগে প্রথম দফায় চালানো রকেট হামলায় তার মা’র বাসস্থানের ‘সবকিছু লন্ডভন্ড’ হয়ে যায়।
তিনি এএফপি’কে বলেন সেখানে প্রচুর লোক ছিল। এখন সেখানে কেবল রক্ত আর অ্যাম্বুলেন্স। আমরা রশ বাহিনীর চরম নিষ্ঠুরতার শিকার। (বাসস ডেস্ক)