করুনারত্নে-ধনাঞ্জয়ার জোড়া সেঞ্চুরিতে ভালো অবস্থায় শ্রীলংকা

অধিনায়ক দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভার জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভালো অবস্থায় রয়েছে স্বাগতিক শ্রীলংকা।
চতুর্থ দিনের চা-বিরতি পর্যন্ত ১৩৪ ওভারে ৩ উইকেটে ৪৪২ রান করেছে শ্রীলংকা। এখন ৯৯ রানে পিছিয়ে লংকানরা। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪১ রান করেছিলো বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১৬৩ ও অধিনায়ক মোমিনুল হক ১২৭ রান করেন।
তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২২৯ রান করেছিলো শ্রীলংকা। করুনারত্নে ৮৫ ও ধনাঞ্জয়া ডি সিলভা ২৬ রানে অপরাজিত ছিলেন।
আজ প্রথম সেশনে টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি তুলে নেন করুনারত্নে। আর দ্বিতীয় সেশনে ষষ্ঠ সেঞ্চুরির দেখা পান ধনাঞ্জয়া।
৩৫৮ বলে ১৮টি চারে ১৮৪ রানে অপরাজিত থেকে বিরতিতে যান করুনারত্নে। তার সাথে ১৩৪ রানে ব্যাট করছেন ধনাঞ্জয়া। ২৪৯ বল খেলে ১৮টি চার মারেন ধনাঞ্জয়া। চতুর্থ উইকেটে ৪৩৪ বলে ২৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন করুনারত্নে-ধনাঞ্জয়া।
বাংলাদেশের তাসকিন আহমেদ-মেহেদি হাসান মিরাজ-তাইজুল ইসলাম ১টি করে উইকেট নিয়েছেন।