করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৪১১,১৪৪

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪ লাখ ১১ হাজার ১৪৪ এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ লাখ ৩৭ হাজার ৯৩ জনে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা প্রায় ২০ লাখ এবং দেশটিতে মারা গেছেন ১ লাখ ১১ হাজার ৯৭৯ জন, যা বিশ্বে সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে দ্বিতীয় খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৯৬৮ জনে।

এদিকে করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮ হাজারের বেশি মানুষের মৃত্যুর মধ্য দিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে বুধবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৯ হাজার ৫০৩ জন।

এদিকে দেশে করোনাভাইরাস মহামারিতে মঙ্গলবার এক দিনে সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৯৭৫ জনে।

এছাড়া করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৭৫ জনে। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ১৭১ জন। মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্তের হার ২১ দশমিক ৬২ শতাংশ।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।