করোনাভাইরাস ইস্যুতে সন্ধ্যায় কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

ঢাকায় অবস্থান করা কূটনীতিকদের সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় করোনাভাইরাস ইস্যুতে ব্রিফ করবে সরকার।
সেখানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপগুলো সবার সামনে তুলে ধরবেন।
সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এ অনুষ্ঠানে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

ব্রিফিংয়ের সময় ড. মোমেন ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে সরকারের পরিকল্পনার বিষয়টিও তুলে ধরবেন বলে  জানিয়েছেন এক কর্মকর্তা।

ব্রিফিং শেষে গণমাধ্যমের সাথে কথা বলবেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে সোমবার বাংলাদেশে নতুন আরও তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে জানিয়ে, স্থানীয়ভাবেও করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে সরকার। এরমধ্য দিয়ে দেশে প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট জনে।

এছাড়া, করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে মঙ্গলবার থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ও।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে আগামী এপ্রিলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরও স্থগিত করা হয়েছে। সূত্র-ইউএনবি

আজকের বাজার/শারমিন আক্তার